এম. এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জুয়ার আসর থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার গনেশপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় নওসাদ আলীর আমবাগানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে রোববার রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামের আলেফ নুরের মুদিখানার দোকনঘর থেকে অপর ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে পৃথক দুই অভিযানে ১৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সকলেই জুয়া খেলার সঙ্গে জড়িত।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলেফ নুর (৩৬), মাসুদ রানা (৩২), জাকির হোসেন (৩০), আকতার হোসেন (২৮), আবুল কালাম (৪০), মামুনুর রশিদ (৪২), আল মামুন রশিদ (৩৭), আব্দুর রাজ্জাক (৩৮), বাদল (৩৪), আব্দুল লতিফ (২৮), টুটুল (৩৪), স্বপন (৫২), সুনীল (৩৬), আতাউর রহমান (৪৫), হরিপদ (৩৫) ও আব্দুল হামিদ (৪১)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে জুয়ার আসর থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়ার আসর ৩৪ হাজার ২৭০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।