খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ১৫-১২-২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে রংপুর এর সদর এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় বিতরণ করতে নিষেধ করা হয়।
১। এ্যালকাড ল্যাবরেটরি, রবার্টসনগঞ্জ,আলমনগর,রংপুর, পণ্যে – ফ্রুট স্কোয়াশ ও সফটড্রিংক্স পাউডার
২। রংপুর ডেলিভারি সেণ্টার, রবার্টসনগঞ্জ,আলমনগর,রংপুর, পণ্যে- সরিষার তেল, চা পাতা ও সফট ড্রিংকস পাউডার
৩। হাড়ি মিষ্টি ও কনফেকশনারি-১,রবার্টসনগঞ্জ,আলমনগর,রংপুর, পণ্য- দই
৪।হাড়ি মিষ্টি ও কনফেকশনারি-২,রবার্টসনগঞ্জ,আলমনগর,রংপুর, পণ্য-পাউরুটি, বিস্কুট, কেক,চানাচুর
৫। জনপ্রিয় ফুড লিমিটেড, আশরতপুর,চকবাজার, রংপুর – পণ্য – চানাচুর
৬। স্পার্কি ইলেকট্রনিকস, আশরতপুর,চকবাজার, রংপুর – পণ্য – সার্কিট ব্রেকার, ক্যাবল।
উক্ত অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের কর্মকর্তা জনাব মোঃ জাহিদুর রহমান,সহাকারী পরিচালক (সিএম ), মোঃ বিল্লাল হোসেন, সহকারী পরিচালক (মেট্রোলজি)ও মারুফা বেগম, ফিল্ড অফিসার( সিএম) উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।