রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে র‌্যাব থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ বিষয়ে দুপুর আড়াইটায় কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানায়, ঘটনার পর প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে র‌্যাব। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানী ও কুমিল্লা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে অনাবিল পরিবহনের একটি বাসে ওই যাত্রী উঠার চেষ্টা করেন। এ সময় বাসটি দ্রুতগতিতে ছেড়ে যেতে চাইলে ওই যাত্রী নিচে পড়ে যান। পরে তার ওপর দিয়ে বাসটি চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর রামপুরা ও আশপাশের শত শত বিক্ষুব্ধ জনতা সড়কের উভয়পাশে নেমে তারা আধা ঘণ্টার ব্যবধানে ভিক্টর, ট্রাস্ট, অনাবিল ও দূরপাল্লার একটি বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বাসগুলো পুড়ে যায়।