রাজধানীর মোহাম্মদপুর, কাওরান বাজার, তেজগাঁও ও এর আশেপাশের এলাকা থেক ছিনতাইকালে ২০ জন ছিনতাইকারীকে দেশিয় অস্ত্র ও অন্যান্য আলামতসহ গ্রেফতার করেছে র্যাব-২।

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এ সকল স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে, লিটন মিয়া, সাইফুল ইসলাম, পলাশ উদ্দিন, মকবুল হোসেন, মুরাদ, রুহুল আমিন, রানা, আলমাস, আল আমিন, সোহাগ, সাজু, আরিফ, জাভেদ, রুমন, তোফাজ্জল, মিরাজ, রুবেল, মামুন, আলম এবং মনির নামে মোট ২০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।