মনির খান স্টাফ রিপোর্টার: শুক্রবার ১১ মার্চ দুপুর ০১:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জনাব শিমুল কুমার দাস (ওসি ডিবি) নড়াইল এর তত্ত্বাবধানে এসআই সঞ্জীব ঘোষ সঙ্গীয় অফিসার এএসআই শরিফ, এএস আই বিপ্লব ও ফোর্স কনস্টেবল হৃদয়, নাজমুল ও রাকিব সহ নড়াইল লোহাগড়া থানাধীন কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামে অভিযান চালিয়ে মাদক (গাঁজা) ব্যবসায়ী মোঃ মাহাবুর শেখ, পিতা- রায়হান শেখ, গ্রাম- ধোপাদহ, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল পুলিশের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা বাজারের ব্যাগ নিয়ে দৌড়ে পলায়নকালে তাকে গ্রেফতার করেন এবং তার ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

আসামিকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। নড়াইল জেলা পুলিশের ও ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।