স্টাফ রিপোর্টারঃ করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে বগুড়ার শেরপুরে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এবং থানার ওসি শহীদুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার ধুনট মোড়, বারোদুয়ারী হাট, হাসপাতাল রোড, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে দুটি মামলায় ৭০০টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।