সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা করে বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশীর অর্থ আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর উত্তরখান এলাকা থেকে সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা করে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীদের অর্থ আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র।
এ চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানায়নি র্যাব। তবে এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।