মো:আমিন আহমেদ | ক্রাইম রিপোর্টার, সিলেট : সিলেটের জাফলং তামাবিল এলাকা তেকে ১২৬ বোতল বিদেশী মদসহ রাজু আহম্মেদ (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে উপজেলার সোনাটিলা এলাকার আবুল কাশেমের ছেলে।
শনিবার(১৭ এপ্রিল)দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তামাবিল এলাকা থেকে মদসহ তাকে আটক করেছে র্যাব ৯ এর একটি অভিযানিক দল। রোববার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমানের নেতৃত্বে সিলেট জেলার গোয়াইনঘাট থানার তামাবিল জামে মসজিদ এলাকায় অভিযান চালায়। এসময় ১২৬ বোতল বিদেশী মদসহ জব্দসহ মাদক কারবারি রাজু আহম্মেদকে আটক করা হয়।
এ ঘটনায় স্থানীয় গোয়াইনগাট থানায় র্যাব বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।