গাজীপুর মহানগরীর টেক নগপাড়া এলাকায় একটি মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টেক নগপাড়া এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মিষ্টি, দইসহ বিভিন্ন পণ্য তৈরি করে আসছিলো কারখানাটি।
সেখানকার তৈরি করা মিষ্টি উত্তরা, টঙ্গী, গাজীপুর ও ঢাকা শহরের ‘রস মিষ্টি’র দোকানে বিক্রি করা হতো। ওই গোডাউন থেকে অনেকদিন ধরেই দুর্গন্ধ বের হচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে, গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত রোববার রাত ৮টার দিকে ওই গোডাউনে অভিযান চালায়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যামাণ আদালত কারখানার দায়িত্বরত স্টাফ মোজাম্মেল হোসেনকে আটক করে এবং ওই কারখানাকে নগদ চার লাখ টাকা জরিমানা করে। এরপর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।