যশোর প্রতিনিধি: যশোরের শার্শার বাগুড়ী এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ এক মাদক কারাবারিকে আটক করেছেন যশোর জেলা গোয়েন্দা সংস্থা ।
বুধবার (২২শে ফেব্রুয়ারি) ভোর রাতে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই সোলায়মান আক্কাস ও এসআই হামিদুর রহমানের নেতৃত্বে, একটি টিম শার্শা উপজেলার বাগুড়ী এলাকা থেকে, মুনসুর আলী দালাল (৬২) বাড়িতে থাকা তার নিজস্ব প্রাইভেটকারের মধ্যে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। তিনি ওই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।