হৃদয় শীল,মধুখালীঃ সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড় বাজার ও কামারখালী বাজারে অভিযান চালিয়ে ৫৫ কেজি জাটকা জব্দ করে মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
জাটকা রক্ষা অভিযান-২০২৩ উপলক্ষে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। জব্দকৃত পাঁচকেজি জাটকা ইলিশ গোন্দারদিয়া মাদ্রাসা ও এতিমখানা ও আরও ৬টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, ইলিশ রক্ষার্থে ও ইলিশের সরবরাহ বাড়াতে সরকারী আইন অনুযায়ী জাটাক রক্ষা অভিযান চালানো হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।