বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল এলাকা থেকে মালিক বিহীন একটি গ্রীনলাইন পরিবহনের সীটের নিচ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
যার ওজন. ৭৬৬ গ্রাম। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টার দিকে স্বর্ণের বারের চালানটি উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, স্বর্ণ পাচারের গোপন খবরের ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইন পরিবহনের বাসটি তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্ণেল শাহেদ মীনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।