বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামাল আহমেদের দায়ের করা মামলায় ১২ আসামির মধ্যে দুই জনের নামে ওয়ারেন্ট একজনকে জামিন ৯ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আসামিরা প্রত্যেকেই জামিনে থাকার পর বুধবার (৯ নভেম্বর) ১নং আসামি ঝিল্লুর রহমানসহ ১০ আসামি ফরিদপুর আদালতে হাজির হতে গেলে ৯ আসামির জামিন না মুঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠিয়ে দেন। অপর আসামি বর্ষা চৌধুরীকে জামিন দেন। অজ্ঞাতনামা দুই আসামির নামে ওয়ারেন্ট দেন আদালতের বিচারক।
কামাল আহমেদ বলেন, তার দায়ের করা মামলায় ১২ আসামির মধ্যে একজনকে জামিন দিয়েছেন আদালত। অজ্ঞাত দুইজনের নামে ওয়ারেন্ট দিয়েছেন। ৯ জনকে জেল হাজতে পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত (৯ অক্টোবর) রবিবার বিকেল ৫ টার দিকে শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের সৈয়দ ঝিল্লুর রহমান (৪৮) সহ আসামিরা শেখর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় সহস্রাইল বাজারে হামলা, লুটপাট, ভাংচুর ও বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে চেয়ারম্যান কামাল আহমেদ ১০ অক্টোবর বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৪০ জনের নামে মামলা করেন। মামলার পর আসামিরা জামিনে ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।