বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ইটভাটায় ৯ লক্ষ টাকা জরিমানা করেছেন। গত মঙ্গলবার বিকেলে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রট নওরীন হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক মো. জাহিত হাসান। ভাটাগুলো হলো আল আলী অটো ইটভাটাকে ৫ লক্ষ, ন্যাশনাল ইটভাটাকে ২ লক্ষ, রাজব্রিক্স ইটভাটাকে ২ লক্ষ।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয় সূত্র জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মোট ৩ টি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ১টি ইটভাটা আংশিক ভাঙ্গা হয়।
ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।