লাতিফুল আজম,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের কারবালার ডাঙ্গা থেকে নদীর খননকৃত বালু চুরি করার অপরাধে গাড়ী চালকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে,বুধবার দুপুরে উত্তর দুরাকুটি নান্নুর বাজার এলাকার মৃত সহিদার রহমানের ছেলে আল আমিন (৩৭) তার নিজস্ব ট্রলিতে করে সরকারী বালু চুরি করে নিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার তাকে হাতে নাতে আটক করে তার অফিসে নিয়ে আসে। পরে বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বালু আইনে আল আমিনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী বলেন,বালু চুরি রোধে উপজেলা প্রশাসন কাজ করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।