নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সাহা পাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে আকাশ সাহা (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টায় খুলনা থেকে তাকে আটক করে পুলিশ। আকাশ সাহা দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি উপজেলার দিঘলিয়া সাহা পাড়া গ্রামের মুদী ব্যবসায়ী অশোক সাহার ছেলে।

এর আগে ১৫/জুলাই শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আকাশ সাহার বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্তের বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিকে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে ওই দিন সন্ধ্যার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

শনিবার ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা তার নিজস্ব ফান্ট থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিতে ও ক্ষতিপূরণ প্রদানে ভুক্তভোগী পরিবারের প্রতি আশ্বাস প্রদান করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট ছিলেন। অতিরিক্ত পুলিশ, ডিবি, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করেছেন।

ভুক্তভোগীদের ক্ষতি যা হয়েছে তা সমাধান করা গেলেই সমাধান হবে না, এই পরিস্থিতিতে তাদের মানসিক ক্ষতিটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে।

এদিকে সরকারি অর্থায়নে জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দির মেরামতের কাজ চলছে বলে নিশ্চিত করছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী।