নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ইফটিজিং এর দায়ে কলেজ ছাত্র রিকু শেখ কে পুলিশ হেফাজতে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী,
জানা যায় রিকু ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময়ে উত্তপ্ত করে আসছিলেন।
আজ ৩০ জুলাই শনিবার পূর্বের ন্যায়ে ওই স্কুল ছাত্রী তার বাড়িতে ফেরার পথে উত্তপ্ত করার সময় বিষয়টা পুলিশের মুখোমুখি হলে পুলিশ তাদের কে জিজ্ঞাসাবাদ করলে ওই স্কুল ছাত্রী বলেন এই ছেলেটি আমাকে প্রায় দিন উত্তপ্ত করে এবং আজও আমার পিছু নিয়ে উত্তপ্ত করছে বাজে কথা বলছে, এসময় পুলিশ মোঃ রিকু শেখ কে আটক করে হেফাজতে নেন।
পরবর্তীতে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কক্ষে ওই স্কুল পড়ুয়া ছাত্রী ও কলেজ ছাত্রের দিকটা বিবেচনা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রিকু শেখ এর স্বীকারোক্তিতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান পরবর্তীতে এ ধরনের কোন ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।