বেনাপোল বন্দরে ভারতীয় পণ্য বাহী একটি ট্রাক তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল মাদকদ্রব্য গাঁজা সহ আমদানি নিষিদ্ধ পণ্য আটক করেছে বেনাপোল কাস্টমস ও বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১২ টার দিকে বেনাপোল কাস্টমস ও পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে বেনাপোল বন্দরের বাইপাস সড়ক থেকে আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।

তবে এ বিষয়ে কেউ আটক হয়নি। নাভারন পুলিশ সার্কেলের এএসপি জুয়েল ইমরান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বৈধ পণ্যের সাথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

এমন খবরে কাস্টমসের সহযোগিতায় বন্দরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে WB-76 A -5175 গাড়ী নাম্বারে তল্লাশি চালিয়ে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, আমদানি নিষিদ্ধ ওষুধ, কসমেটিক ও বাজি পাওয়া যায়।

এ সময় কাস্টমস ও পুলিশের উপস্থিতি টের পেরে ভারতীয় ট্রাকচালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। তদন্ত করে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন জুয়েল ইমরান।