![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/আটক-01-3-scaled.jpg)
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আরাজি পাইকহাটি গ্রাম থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটকের ঘটনায় এসআই আব্দুল লতিব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।
এএসআই শফিউদ্দিন জানান, গত রবিবার (২৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাজি পাইকহাটি গ্রামের মাঠের ভেতর টোংঘর থেকে জাফর শেখকে (৪৮) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জাফর শেখ আরাজি পাইকহাটি গ্রামের পিরু শেখের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গাঁজাসহ জাফর শেখকে আটক করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।