মোঃ মানিক হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর গোদাগাড়ীতে বাড়ির চতুরদিক ঘেরাও করে এলিনা নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৫। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রায় ৪’শ গ্রাম হেরোইনসহ পালানোর চেষ্টা করেছিল ওই মহিলা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ৮ টা ৫০ মিনিটে গোদাগাড়ী থানাধীন ডিমভাংগা মাদারপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত মোসাঃ এলিনা বেগম (২৯) ওই এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে এবং মাসুদ রানার স্ত্রী।
মাসুদের বাড়ীতে মাদকদ্রব্য মজুদ রেখে মাদক ব্যবসা করে আসছে স্ত্রী মোসাঃ এলিনা বেগম। গোপন সূত্রের ভিত্তিতে এমন বিষয় জানতে পেরে র্যাব ৫ এর একটি অপারেশন দল ডিমভাংগা মাদারপুরেরর মাসুদ রানার বাড়ীতে অভিযান পরিচালনা করে। বাড়ীর চতুরদিক ঘেরাও করায় ওই মহিলা হেরোইনসহ পালানোর চেষ্টা করে। এরপর সঙ্গীয় নারী র্যাব সদস্যের সহায়তায় মহিলাকে হাতে নাতে আটক করা হয়।
র্যাব জানায়, আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।