বান্দরবানের থানচি-রোয়াংছড়ি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালিয়ে পাঁচ জঙ্গি সদস্যকে আটক করেছে র্যাব।
আটক জঙ্গিরা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্য।
আটক জঙ্গিরা হলেন— নোয়াখালী জেলার নিজামউদ্দিন হিরণ ওরফে ইউসুফ (৩০), কুমিল্লা জেলার সালেহ আহমেদ ওরফে সাইহা (২৭), মো. বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ (২১), ইমরান বিন রহমান শিতিল (১৭), এবং সিলেট জেলার সাদিকুর রহমান সুমন ওরফে বাইরু (২১)।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পার্বত্য জেলা বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে প্রায় তিন মাস ধরে র্যাব সাঁড়াশি অভিযান চালায়।
অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সস্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) প্রশিক্ষণ আস্তানা থেকে পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে প্রেস কনফারেন্সে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নতুন জঙ্গি সংগঠনে উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঘরছাড়া ৫৫ যুবকই পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সস্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) প্রশিক্ষণ আস্তানায় প্রশিক্ষণ নিয়েছে।
তাদের মধ্যে বুধবার অভিযানে রোয়াংছড়ি থেকে দুজন এবং থানচি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। এ সময় আরও কয়েকজন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ইতোমধ্যে কয়েক দফায় চলমান অভিযানে পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া ১২ জঙ্গি এবং কেএনএফের ১৪ সদস্যকে আটক করা হয়েছে।
তার মধ্য প্রথম দফায় সাত জঙ্গি, দ্বিতীয় দফায় পাঁচ জঙ্গি এবং প্রথম দফায় কেএনএফের তিনজন ও দ্বিতীয় দফায় ১১ জনকে আইনের আওতায় নেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।