নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে র্যাব-৫,সিপিসি-৩ জয়পুুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। শহরের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ধারালো টিপ চাকু,ফেন্সিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবনের সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান।
আটককৃত হলেন, জয়পুরহাট শহরের নতুনহাট শেখপাড়ার ওবায়দুলের ছেলে গ্যাং লিডার গোলাম রব্বানী, আলতাবের ছেলে ফাহিম শেখ, নজরুলের ছেলে ইব্রাহীম ও শান্তিনগর মহল্লার মৃত মতিয়ার রহমানের ছেলে শাহিন।
প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান,আটককৃত গ্যাংয়ের সদস্যরা ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ড করে আসছিল। এলাকায় তারা কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। গেল গভীর রাতে তারা জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় এক পরিত্যক্ত দোকানের পেছনে সমবেত হয়ে গাঁজা ও ফেন্সিডিল সেবন করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ধারালো টিপ চাকু, ফেন্সিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবন করার অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব। তাদের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে বলেও র্যাব জানায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।