গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা রায়হান কবির (২৪) এবং তার ০২ জন সহযোগীকে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-৩; মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ।
১। র্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১২ মে ২০২৪ তারিখ সকাল ০৬০০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন কালিয়াকৈর ফায়ার-সার্ভিস স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ রায়হান কবির (২৪), পিতা-মোঃ আকবর আলী, সাং-দনগাঁও, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও এবং তার অপরাপর সহযোগী ২। মোঃ সাগর (২৫), পিতা-আব্দুল হাই, সাং-টামনি পিটুয়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ ও ৩। মোঃ সরোয়ার হোসেন (২৩), পিতা-মোঃ সাহেদ আলী, সাং-জাটিয়া পাড়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৩৩০ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত রায়হানের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন যাবৎ অভিনব পদ্ধতিতে পরষ্পরের যোগসাজশে ঠাকুরগাঁও এর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। একাজে তারা পণ্যবাহী পিকআপ ভ্যানে মালামাল পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক আনা-নেয়া করতো।
৩। চক্রটি আজ সকালে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে রাজধানীতে প্রবেশকালে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র্যাব-৩ এর একটি অস্থায়ী চেকপোষ্টের সম্মুখীন হয়। এসময় গাড়ি থেকে নেমে গ্রেফতারকৃত আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।র্যাব-৩ এর আভিযানিক দল তাৎক্ষণিক তাদের গ্রেফতার করতে সক্ষম হয় ও পিকআপ ভ্যানটি তল্লাশী করে অভিনব কায়দায় পিকআপ ভর্তি সবজির বস্তার মধ্যে লুকানো ৩৩০ বোতল ফেন্সিডিল জব্দ করে। এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।