![র্যাব-৩ এর অভিযানে পলাতক আসামী সানি গ্রেফতার](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/12/dkk1574.jpg)
র্যাব-৩ এর অভিযানে পলাতক আসামী সানি গ্রেফতার
র্যাব-৩ এর অভিযানে পলাতক আসামী সানি গ্রেফতার
র্যাব-৩ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সফিকুল ইসলাম ওরফে সানি গ্রেফতার।
১। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ১। সফিকুল ইসলাম ওরফে সানি (৪২), পিতা-আহম্মদ শেখ, সাং-হরিদাসপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জকে ২৬/১২/২০২২ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মোবাইল ফোন ০১ টি এবং নগদ ২১৫৫/-টাকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী নারী ও শিশু ১০০/০৩ এবং গোপালগঞ্জ থানার মামলা নং-২২, তারিখ-২০/০৬/২০০৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) ধারা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই সে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে দীর্ঘদিন যাবৎ পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।