কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ লিটন মিয়া (৩৬)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ লিটন মিয়া (৩৬), পিতা-মৃত মজিবর রহমান, সাং-পক্ষিয়া ১নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলাঃ ভোলাকে ০৩/০৮/২০২৩ তারিখ ০৬০০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং মামলার সূত্রে জানা যায় যে, ধৃত আসামী ডাকাতি, মাদক এবং অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে জামিনে এসে পুনরায় অপরাধ কর্মে নিজেকে লিপ্ত করার বিষয়টি স্বীকার করে। তার নামে ডাকাতি, মাদক ও অস্ত্রসহ সর্বশেষ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানায় ২০১৭ সালে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক ২০২২ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।