রাজধানীর তুরাগ এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ রুবেল হোসেন @ রুবেল’কে গ্রেফতারসহ ০১ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৩।
১। ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন চয়নী চারা কামার পাড়া এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী ১। রুবেল হোসেন @ রুবেল (রুবেল হোসেন @ রুবেল (৩২), পিতা-আনছার @ মাফুজুুল ইসলাম, সাং-হেরেন্দ্রপাড়া, থানা-দেলদুয়ার, জেলা-টাঙ্গাইলকে ১১/০২/২০২৩ তারিখ ১৯৪৫ ঘটিকায় গ্রেফতারসহ ০১ জন ভিকটিম উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত রুবেল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মামলা নং-১৮/১৮,তারিখ-২৬/০১/২০২৩ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) ধারায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামী। সে ভিকটিমকে অপহরণ করে তার পরিবারের নিকট মুক্তিপন হিসেবে মোটা অংকের টাকা দাবী করে আসছিল। তার দাবীতে ভিকটিমের পরিবার রাজি না হওয়ায় সে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদানসহ শারীরিক ও মানসিক নির্যাতন করত। অপহরণের পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।