কুখ্যাত মাদক সম্রাট মোঃ ইব্রাহিম খলিল টিটুকে ৪৯৪ বোতল ফেন্সিডিল এবং ১৮ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার কোতয়ালী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন এলাকা থেকে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ ইব্রাহিম খলিল টিটু (৩০), পিতা-মৃত বাসার মিয়া, সাং-আনন্দপুর পূর্বপাড়া, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে ৪৯৪ বোতল ফেন্সিডিল এবং ১৮ কেজি গাঁজাসহ ১১/০২/২০২৩ তারিখ ভোর ০৪০০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। আসামি দীর্ঘ দিন যাবৎ ঢাকা-কুমিল্লা মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজার চালান নিয়ে নিজ হেফাজতে রেখে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
৩। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।