তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূ নুপুর হত্যা মামলার দ্বিতীয় আসামী নাঈমকে (২৩) মামলার ৪৯ দিনপর গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহমান জানান, নুপুর হত্যার পর মামলার দ্বিতীয় আসামি নাঈম পলাতক ছিল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে বোয়ালমারী জর্জ একাডেমী খেলার মাঠ থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়। ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গগত পরকীয়ার জেরে গত ২০ অক্টোবর রাত ১১টার দিকে বোয়ালমারী পৌরসভার মধ্যেরগাতি গ্রামের নুপুর আক্তারকে (২৫) হত্যার ঘটনায় তার দুই স্বামী মুসা মোল্যা (৩২) ও নাঈমকে আসামি করে নুপুরে মা পারভীন বেগম মামলা করেন। মামলাটি রবিবার (২৩ অক্টোবর) নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ২৩।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই আব্দুর রহমান আসামি মুসা মোল্যাকে ঢাকা হেমায়েতপুর ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।