সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর রামগতি উপজেলাতে চৌধুরী বাজারে অতিরিক্ত সার মজুদের দায়ে দুই খুচরা সার বিক্রেতার বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এই অভিযান চালান।
অভিযানে থাকা রামগতি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হযরত আলী বলেন, উপজেলার চৌধুরী বাজার এলাকার নিজাম ট্রেডার্সে অতিরিক্ত ৪০ বস্তুা সার এবং সিদ্দিক উল্যাহ ট্রেডার্সে অতিরিক্ত বিশ বস্তা সার পাওয়া যায়৷ যা আইন বহির্ভূত।
ফলে নিজাম ট্রেডার্সের মালিক নিজাম উদ্দিনকে দশ হাজার টাকা এবং সিদ্দিক উল্যাহ ট্রেডার্সের মালিক সিদ্দিক উল্যাহকে দশ হাজার জরিমানা করা হয়েছে। সারের দোকানগুলোতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।