বগুড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহাস্থানগড় মাজারের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা। ওসি রেজা বলেন, ‘মৃত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর।
তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। কাঁদাযুক্ত শরীর দেখে মনে হয়েছে তিনি মাটিতে গড়াগড়ি খেয়েছেন। তবে প্রাথমিক অবস্থায় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি।
তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অজ্ঞাত যুবকের লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।