উলিপুরে মোবাইলে জুয়া খেলার সময় ৯ জুয়ারি আটক

 

মোত্তাহিদ ইসলাম মারজান উলিপুর উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার উলিপুরে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা মুদি দোকানের ভিতরে বসে জুয়া খেলছিল। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৬ মে) গভীর রাতে পালের ঘাট নামক এলাকায়।থানা পুলিশ জানায়, গোপন সূত্রে জানতে পারেন উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর পালের ঘাট নামকস্থানে জনৈক নজরুল ইসলামের মুদি দোকানের ভিতরে কতিপয় ব্যক্তি মোবাইল ফোনের সফ্টওয়্যার (ডাবু) মাধ্যমে জুয়া খেলছেন। এ সময় উলিপুর থানা অফিসারের নেতৃত্ব একদল আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃত জুয়াড়িরা হলো, অনন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আব্দুল হাই (৪০), প্রফুল্ল পালের পুত্র বিশ্বনাথ পাল (৩৪), আব্দুল আউয়ালের পুত্র নজরুল ইসলাম (৩০), মহির উদ্দিন শেখের পুত্র মফিজল হক (৫০), মজুর আলীর পুত্র ফুল মিয়া (৪২), আছিম উদ্দিনের পুত্র আজাহার আলী (৬০), আম্বার আলীর পুত্র শাহিন ইসলাম (২১), কফিল উদ্দিনের পুত্র আশিকুর লাজু (২৮) ও জালাল উদ্দিন মাষ্টারের পুত্র আহসান হাবীব (৪২)। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ২শ ৬০ টাকা, একটি মোবাইল ফোন ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বঙ্গীয় জুয়া আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।