সার ও কীটনাশকের বাজার মনিটরিং-এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযান করে খানসামা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে দিনাজপুরের খানসামায় ক্যাশ মেমো না রাখা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নিউ পাকেরহাটের লালধারী ট্রেডার্সকে ৫ হাজার, চেহেলগাজীর ভাই ভাই ট্রেডার্সকে ১০ হাজার ও মতিউর ট্রেডার্সকে ১০ হাজার মোট ২৫০০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ কুমার রায় ও পুলিশ সদস্যবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, সার ও কীটনাশকের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযান চলমান থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।