বাঘারপাড়া(যশোর) থেকে আজম খানঃ বাঘারপাড়ায় বিশ পিচ ইয়াবা সহ তুহিন খাঁ(২৮) নামক এক যুবক গ্রেফতার হয়েছে ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বাঘারপাড়ার ছোটভিটাবল্লা গ্রামস্হ চলমান রেল প্রকল্প কাজের সামনের পাকা রাস্তার উপর থেকে ভিটাবল্যা ক্যাম্প পুলিশ তাকে ২০ পিচ ইয়াবা সহ আটক করে।
সে জামদিয়া গ্রামের পূর্ব পাড়ার আঃ মালেক খাঁ এর ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সংগে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।
আটকের সময় তার নিকট থেকে সাদা পলেথিনে মোড়ানো গোলাপী রঙের ২০ (বিশ) পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত ইয়াবা সহ ধৃত আসামিকে বাঘারপাড়া থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ওসি ফিরোজ উদ্দীন জানান বাঘারপাড়া থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দেয়ার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।