তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ স্ট্যাম মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইমরান শেখকে গ্রেপ্তার করেছে। ইমরান শেখ চতুল ইউনিয়নের ছোট বাইখির গ্রামের মৃত নান্নু মোল্যার ছেলে।
এএসআই মো. মনির হোসাইন জানান, একটি স্ট্যাম্পের মামলায় ইমরান শেখকে দেড় বছরের সশ্রম সাজা এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। সাজার পর থেকে ইমরান শেখ পলাতক ছিল। মঙ্গলবার (১৮ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের উপর চতুল ঈদগাহের সামনে থেকে তাকে গ্রেপ্তার করি।
থানা অফিসার ইনচাঁজ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।