বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকা থেকে হত্যা মামলাসহ ৯ মামলার আসামি ময়েনদিয়া গ্রামের বাসিন্দা ও পরমেশ্বরদী ইউনিয়ন আ’লীগের মানব বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। মান্নান মাতুব্বরের নামে ১টি হত্যা, ৫টি লুটের, ১টি দ্রুত বিচার আইন, ২টি পুলিশ এসোল্ট মামলা রয়েছে। থানা সূত্রে জানা যায়, হত্যা মামলাসহ বিভিন্ন মামলা হওয়ার পর থেকে মান্নান মাতুব্বর পলাতক ছিল। সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে ময়েনদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ফরিদপুর সিআইডি ও ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।

মঙ্গলবার তাকে ফরিদপুর আদালতে প্রেরন করেছেন। বোয়ালমারী থানার উপপরিদর্শক এসআই মো. আক্কাচ আলী বলেন, মান্নান মাতুব্বরের নামে থানায় মোট ৯টি মামলা রয়েছে। কিছু মামলা তদন্তধীন আছে। আর হত্যা মামলাটি বর্তমানে ফরিদপুরে সিআইডি তদন্ত করছেন। মামলার পর থেকে সে পলাতক ছিল। তাকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।