এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মনিরুজ্জামানের নির্দেশনা মোতাবেক বিভিন্ন মামলায় পলাতক ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১০জন নারী ও পুরুষ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে মণিরামপুর থানা পুলিশ।
মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ৮ই জুন গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মণিরামপুর থানা পুলিশ।
মণিরামপুর থানা পুলিশের তথ্যমতে,গত ৮ই জুন মণিরামপুর উপজেলার বিভিন্ন বিটে থাকা গ্রেফতারী পরোয়ানা তামিলকৃত এসআইদের চৌকশ অভিযান পরিচালিত হয়।এ সময় তরিকুল ইসলাম পিতা-আবুল হোসেন সাং-হাজরাকাঠি,গীতা রানী পাল স্বামী-সুনীল কুমার পাল সাং-ঝাপা,চন্দ্রা পাল পিতা-সুনীল পাল সাং-ঝাপা,মকরজান বিবি স্বামী-মোসারেফ সাং-চাকলা,রেহেনা খাতুন স্বামী-আসাদুজ্জামান সাং-চাকলা,নাইম আলী পিতা-আসাদুজ্জামান সাং-চাকলা,গোলাম বারী পিতা-মৃত-তনেজ গাজী সাং-চাকলা,আসাদুজ্জামান আসাদ পিতা-গোলাম বারী সাং-চাকলা,কার্তিক চন্দ্র পাল পিতা-ললীন মোহন পাল সাং-মধুপর গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদের আটক করা হয়।
এ ব্যাপারে মণিরামপুর থান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন,এ অভিযান অব্যাহত থাকবে।আটকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।