রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীপুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় শফিকুল ইসলাম (৫২) একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (২৪) সেপ্টেম্বর )দিবগত রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার বটতলী দিঘীপাড়া এলাকা থেকে আটক করেছে।আটককৃত ব্যক্তি গোদাগাড়ী থানার বটতলী পশ্চিমপাড়া মৃত মনতাজ আলী ছেলে শফিকুল ইসলাম(৫২)।
ডিবি সূত্রে জানা যায়,শুক্রবার(২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী থানাধীন বটতলী দিঘীপাড়া গ্রামস্থ জনৈক শ্রী মধু এর দোকানের পার্শ্বে বটতলী হইতে উচিতপুর গামী কাচা রাস্তার উপর মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ক্রেতার জন্য অপেক্ষা করাকালে ধৃত আসামীর হেফাজত হইতে ১০(দশ)গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ১,০০,০০০/- টাকা) গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।