কেএম জহুরুল হক (জনি) ফুলছড়ি, গাইবান্ধা থেকেঃ ১৯৪৫ সালে ১৫ এপ্রিল তৎকালীন গাইবান্ধা মহুকুমা বর্তমান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে ঐতিহ্যবাহী মিয়া পরিবারে তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ফয়জার রহমান মন্ডলের ঐরশে রত্নাগর্ভা মহিয়সি নারী মরহুমা হামিদুন্নেছার গর্ভে জন্মগ্রহণ করেন সোনার ছেলে মোঃ ফজলে রাব্বী মিয়া ওরফে ভেলুমিয়া।
ভেলু মানে হচ্ছে মূল্যবান এই মূল্যবান লোকটি বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী থেকে ৭ বারের নির্বাচিত এমপি , এশিয়ার অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সাঘাটা ফুলছড়ির উন্নয়ন এর মহাকারিগর মহান জাতীয় সংসদের পরপর ২ বারের সফল মাননীয় ডেপুটি স্পিকার প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া ।
আমি বিগত ১৯৮৮ সাল থেকে শুরু করে আজ অবধি এই মূল্যবান লোকটির অনেক নিকট থেকে তার সম্পর্কে যা জানি তা হচ্ছে — এই মহান নেতা নিরহন্কার ,কর্মি বানদ্ধব , জনদরদী , গরীবের বন্ধু , ন্যায়নীতিবান , পরিচ্ছন্ন পরহেজগার সুষম উন্নয়নে বিশ্বাসী একজন বিশিষ্ট মানুষ ।
এই মহান নেতা বাবা মা স্ত্রী পুত্র বড় জামাতা সহ অনেক নিকট আত্মীয় স্বজন হারানোর পরেও শোককে শক্তিতে রূপান্তরিত করে ফুলছড়ি সাঘাটার উন্নয়নে বদ্ধপরিকর ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।