খানসামার পাকেরহাটে কইনাডুবি ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন
মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে কইনাডুবি ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার (১৬জুন) সকালে এলজিইডি প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩কোটি ৯০লক্ষ টাকা ব্যয়ে খানসামা হতে পাকেরহাট রাস্তার ৮৭২৯ মিটার চেইনেজে বেলান নদীর উপর ৩৫ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভার্চুয়ালী ভিত্তি স্থাপন করেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার বাগচী, আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।