![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/05/IMG_20210501_175904.jpg)
দিনাজপুরে কিন্ডার গার্টেন স্কুল শিক্ষকদের মানবতার জীবন
অর্জুন রায়,দিনাজপুর
করোনায় সারা দেশের ন্যায় দীর্ঘ ১৩ মাস ধরে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।। এদিকে ক্বওমী মাদরাসা বেশ কয়েক মাস বন্ধ থাকার পর খুলে দিলেও সম্প্রতি লকডাউন ও করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আবারো বন্ধ ঘোষণা করা হয়েছে। অনলাইনে টুকটাক ক্লাস হলেও অধিকাংশ শিক্ষার্থীই এই সুবিধা থেকে বঞ্চিত। এই দু:সময়ে সরকারী বা আধা সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নিয়মিত বেতনাদি পেলেও কিন্ডার গার্টেন স্কুল ও বেসরকারী নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রাইভেট কোচিংসহ সব ধরনের সুবিধাবঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।দিনাজপুর জেলা সদর সহ দিনাজপুর জেলার বেশ কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায় ঘরভাড়া,বিদ্যুৎ বিল ও স্টাফদের বেতনাদি না দিতে পেরে অনেক প্রতিষ্ঠান ইতমধ্যেই বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দদুলাল দৈনিক কলম কতার সাংবাদিককে জানান দিনাজপুর জেলায় হাজার খানেকের বেশি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ২০০ বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আরো কিছু প্রতিষ্ঠান কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এসব প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীগন মানবেতর জীবন যাপন করছে।অতি শিঘ্রই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে আরো বড় ধরনের বিপদের সমুক্ষীন হবে এসব প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীগন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।