দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জেলার ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী সংগঠনগুলোর উগ্যোগে এ কর্মসুচি পালন করে তারা।
মানববন্ধন চলাকালে চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সাধারন সম্পাদক মুরাদ হোসেন, পরিচালক মামুন অর রশিদ, শাওন চৌধুরিসহ বক্তারা আগামী শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার দোকানপাঠ খুলে দেয়ার সিন্ধান্ত দিতে হবে।
অন্যথায় ব্যবসায়ীরা আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।