গীতি গমন চন্দ্র রায় গীতি| স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের সিংগারোল গ্রামের কালীতলায় ৩দিন ব্যাপী মা মনসার গান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান টি পরিচালিত করেন মিলানু দাস তাদের পরিবারের দৈবিক মঙ্গল কামনার্থে মানত করে মা মনসার শরনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

জানা যায় হিন্দু ধর্মের মধ্যে প্রাচীন যুগ ধরে মনসার মঙ্গল,ধননতরী ওঝা,চাদ সওদাগরের বাড়ি ও বেহুলা লক্ষীন্দরকে অনুসরণ করে মা মনসার গান বাজনা করে থাকে।

সে সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,৭নং ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য মজিরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান সহ অসংখ্য শ্রোতা ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।