প্রধানমন্ত্রীর কাছে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার আর্তনাদ জানিয়ে চিঠি; লোহাগড়া, নড়াইল।

বিশেষ প্রতিনিধি: মনির খান লোহাগড়া নড়াইল।

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী (মমতাময়ী শেখ হাসিনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়: একজন বীর মুক্তিযোদ্ধা শুকুর জমাদ্দার এর আর্তনাদ।
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, মাদার অফ হিউম্যানিটি খ্যাত দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আসসালামু আলাইকুম।

আজ এমন এক সময় আপনার কাছে লিখছি যখন দেশ আপনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। জানিনা আমার এই লেখা আপনার কাছে পৌঁছাবে কিনা।

তারপরও আপনাকেই লিখছি কেননা আপনিই বুঝবেন এদেশের প্রতিটি মানুষের জীবন ব্যথা, আমি একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ৩ মাস যাবত বিছানায় পড়ে আছি, দেখার মতো কেউ নেই।

আপনি ইতোমধ্যে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয়সহ উন্নতমানের বাসস্থান ও সুবিশাল পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, পৃথিবীর বুকে মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কোন তুলনা হয় না।

মাননীয় প্রধানমন্ত্রীঃ
১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু চেয়েছিলেন সমবন্টন ও ক্ষুধা মুক্ত সোনালী বাংলাদেশ গড়তে কিন্তু কিছু অপশক্তি বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়ার জন্য ১৫ আগষ্ট হত্যা করে ছিল আপনার পরিবারকে।

তবে আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান, এই আপনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি বঙ্গবন্ধুর সোনার বাংলাকে পৃথিবীর বুকে পরিচয়ে করিয়ে দিলেন মধ্যম আয়ের দেশ হিসেবে।

আপনি সব সময় বলে এসেছেন এদেশের একটি মানুষও অনাহারে দিন কাটাবে না,বিনা চিকিৎসায় মারা যাবেনা, ঘরহীনদের ঘর দিবেন,সব চেয়ে দুঃখের বিষয় হল আমি একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধা, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে নিয়োজিত ছিলাম একাত্তরে। আজ আমি অসুস্থ আমাকে দেখার মত কেউ নেই । আমি একজন মুক্তিযোদ্ধা অথচ আমার ছেলে একজন শারীরিক প্রতিবন্ধী কয়েকটি সংস্থায় চাকরির জন্য দৌড়াদৌড়ি করে ও মেলেনি তার চাকরি। বর্তমান দুটি সংস্থায় চাকরির জন্য প্রতিবন্ধী কোটায় ও মুক্তিযোদ্ধা কোটায় এপ্লাই করা আছে। আমার চারটি ছেলের একজন ও সরকারি চাকরিজীবী না।

এমনকি আমাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। মুক্তিযোদ্ধা সংসদ থেকে দুইলক্ষ টাকা ঋণ নিয়ে ছিলাম ঘর দেওয়ার জন্য, সেটা ও আমার চিকিৎসার ব্যবদ খরচ হয়ে যায়।

এমতাবস্থায় আপনার শরণাপন্ন হলাম, আমি ও আমার পরিবারের এই আর্তচিৎকার যদি আপনার সহচরদের মাধ্যমে আপনার নিকট পৌঁছায়, তাহলে অতিদ্রুত আমার চিকিৎসার জন্য আমাদের এই করুণ জীবনব্যবস্থাকে সহজলভ্য করার প্রয়াসে এগিয়ে আসুন।
মাননীয় প্রধানমন্ত্রীঃ আপনার হাত ধরে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনার নেতৃত্বে বঙ্গবন্ধুর এই সোনার বাংলা উন্নত রাষ্ট্রে উন্নীত হবে সেদিন খুব বেশিদূরে নেই। আপনার দীর্ঘয়ু কামনা করি।

মাননীয় প্রধানমন্ত্রীঃ আপনার উপর ১৬ কোটি মানুষের আস্তা রয়েছে, তার মধ্যে আমি ও একজন, যতদিন আপনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। অবশেষে এতটুকুই বলবো, “মানুষ মানুষের জন্য” দয়া করুন আমাদেরকে। আমার একটি অবিবাহিতা কন্যা সন্তান রয়েছে তার বিবাহ দেওয়া ও একান্ত প্রয়োজন আর্থিক দিক দিয়ে আমি খুব ই অসচ্ছল। অন্য কোন ইনকাম সোর্স নাই। বর্তমান আমি আমার স্ত্রী মেয়ে ও ছেলে, ছেলের স্ত্রী-সন্তান মিলে মোট আটজন।

অতএব, সমীপে আকুল আবেদন এই যে একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধার আর্তনাদ কে বিবেচনা পূর্বক ব্যবস্থা গ্রহনসহ আমার একটি ছেলেকে নিম্ন পদে হলে ও একটি চাকরির ব্যবস্থা করতে আপনার যেন মর্জি হয়। ছেলের নাম: মোঃ শাহিন জমাদ্দার পিতা: বীর মুক্তিযোদ্ধা আ: শুকুর জমাদ্দার গ্রাম: চাচ ই উপজেলা: লোহাগড়া জেলা: নড়াইল।

২টি সংস্থায় এপ্লাই করা হয়েছে, ১/ফায়ার সার্ভিসের সিভিল, অফিস সহকারী ২/পরিবেশ অধিদপ্তর অফিস সহকারি । অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন এই যে উপরে উল্লেখিত বিষয় সুবিবেচনা করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

—————
নিবেদক
বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর জমাদার
গ্রামঃ চাচ ই
উপজেলা: লোহাগড়া
জেলাঃ নড়াইল।
মোবাঃ 01997258060