- ভয়েস অফ বাংলাদেশ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে স্লিপিং হুইলচেয়ার বিতরণ
ডেক্স রিপোর্ট :
ভয়েস অফ বাংলাদেশ গ্রুপর পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্লিপিং হুইলচেয়ার বিতরণ।
আজ শুক্রবার বিকালে হাতিরঝিল সংলগ্ন ২ নং ব্রিজ বঙ্গবন্ধুর স্মারণ প্লাগের সামনে POINT ABODE EDUCATION DEVELOPMENT SOCIETY এর ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সহ সহযোগি সংগঠন ও ব্যক্তিদ্বয়ের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠা কালিন সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় মানবতার কল্যানে উপস্থিত সুধীজনেরা বক্তব্য রাখেন, এবং আজকের ইভেন্ট সঞ্চালক এডভোকেট ইমরুল চৌধুরী বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত, আমাদের সরকার প্রতিবন্ধীদের বিশেষ সুবিধা দিয়ে থাকেন, আমারা সমাজের সুশীল ও বিত্তবানরা তাদের পাশে থেকে স্বপ্ন দেখতে সাহস জোগাবো।
“প্রকৃত খাঁটি শুদ্ধ পবিত্র মহান মানবিকতা সম্পন্ন মানুষেরা সৃষ্টিকর্তার সবচেয়ে কাছে থাকেন”
বাংলার ২লক্ষ ১৫ হাজারের বেশি সংখ্যক মেম্বরের প্রাণের গ্রুপ ভয়েস অফ বাংলাদেশ ফেসবুক গ্রুপ-
-
পরিচিত কার্যক্রম
POINT ABODE EDUCATION DEVELOPMENT SOCIETY (PAEDS), Reg. No S-6123 একটি মানবাধিকার সংস্থা। উক্ত সংস্থার Sister concern হিসেবে হালে অত্র নারী ও শিশু সাপোর্ট সেন্টার পরবর্তীতে WOMEN-CHILD RIGHTS & CYBER SECURITY IN BANGLADESH । অত্র সংস্থাটির প্রধান কাজ হলো মানুষের অধিকার নিয়ে কাজ করা।
অধিকারহীনদের অধিকার ফিরিয়ে দেয়ার দায়িত্ব অত্র গ্রুপ কাধে নিয়ে সকল পেশা বা পেশাহীনদের পাশে নিয়ে পথ চলা শুরু করেছে সেই 2006 সাল থেকে।
বিনা পয়সায় যে কোন শ্রেনীর (সহায়-অসহায়, নারী-শিশু, ধনী-গরীব) মানুষকে আইনি পরামর্শ প্রদান করা বা আইনি সহায়তা প্রদান করা। যারা আমাদের মাধ্যমে আইনি সহায়তা নেওয়ার জন্য আবেদন করেন তাদের জন্য আদালতের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করি।আমাদের বিজ্ঞ আইনিজীবীগন আপনাদের আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করতে সদা প্রস্তুত রয়েছেন।সহায়তা প্রদানের প্রাথমিক স্তর।
- ১। ফ্রী আইনি পরামর্শ পেতে ইনবক্স বা ফোন করলেই সেবা মেলে । অভিযোগকারীর ঠিকানা বা পরিচয় গোপন রাখা রাখেন।
- ২। এডমিনগন গ্রুপ চ্যাটের মাধ্যমে সমস্যাটি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য বিবেচনায় নেন।
- ৩। কেইস রেকর্ডার কেইস রেকর্ড করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করে মামলাটি আদালতে পাঠাই।
- অনেক প্রতারক এই গ্রুপের নামে টাকা পয়সা চেয়ে থাকে। এরকম পেলে এডমিনগনের কাছে রিপোর্ট করবেন আসা করি। এডমিনগন কখনো টাকা গ্রহন করেন না।
- ৪। ADR এর মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।
এবং সেই সাথে নিম্নোক্ত কার্যাবলি অনুসরন করা হয়। - ৫| মানবাধিকার (আইনাধিকার) লংঘিত সকল অপরাধের অভিযোগের উপর ভিক্তি করিয়া তাহার সত্যতা পর্যবেক্ষন করিয়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করিয়া আপোষের ব্যাবস্থা করা;
- ৬| প্রশাসনের সহিত যোগাযযোগের ভিক্তিতে প্রশাসনকে সহায়তা এবং ভুক্তভোগিদের আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা;
- ৭| দুর্নিতিবাজদের এবং রাষ্টীয় সম্পদ লুন্ঠন কারীদের আইনের অধিনে আনার জন্য পদক্ষেপ গ্রহন করা;
বিদেশগামী প্রতারিত লোকদের আইনি পরামর্শ ও সহায়তা প্রদান; - ৭| জনসচেতনা সৃষ্টির লক্ষে সভা সেমিনার, আলোচনা সভা, নাটক ইত্যাদি মানুষের সম্মুখে তুলে ধরা;
- ৮| বিনা অপরাধে সাজা ভোগ করা মানুষদের আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা;
- ৯| শিশু শ্রম রোধে কাজ করা;
- ১০| নারী শিশু নির্যাতন, এসিড সন্ত্রাস, শিশু পাচার, বাল্যবিবাহ ও যৌতুক রোধকল্পে ভুক্তভোগীদের আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা;
- যাতে করে কাউকে নির্যাতন অথবা নিষ্ঠুর, অমানুষিক অথবা অবমাননাকর আচরণ অথবা শাস্তি ভোগে বাধ্য করা, কাউকে তার ব্যক্তিগত গোপনীয়তা, পরিবার, বসতবাড়ি বা চিঠিপত্রের ব্যাপারে খেয়ালখুশিমত হস্তক্ষেপ অথবা সম্মান ও সুনামের ওপর আক্রমণ করা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং এসব ভুক্তভোগিদের আইনি সহায়তা দেয়া;
- নিজের এবং নিজ পরিবারের স্বাস্থ্য ও কল্যাণের নিমিত্তে পর্যাপ্ত জীবনমানের অধিকার প্রত্যেকেরই রয়েছে৷ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্সা ও প্রয়োজনীয় সামাজিক সেবামূলক কার্যাদির সুযোগ এবং বেকারত্ব, পীড়া, অক্ষমতা, বৈধব্য, বার্ধক্য অথবা অনিবার্য কারণে জীবন যাপনে অন্যান্য অপারগতার ক্ষেত্রে নিরাপত্তা এই অধিকারের অন্তর্ভুক্ত৷মাতৃত্বকালে ও শৈশব অবস্থায় প্রত্যেকের বিশেষ যত্ন ও সহায়তা লাভের অধিকার রয়েছে৷
- জন্ম বৈবাহিক বন্ধনের ফলে বা বৈবাহিক বন্ধনের বাইরে হোক, সকল শিশুই অভিন্ন সামাজিক নিরাপত্তা ভোগ করবে৷ এই তথ্য সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।