• এক লাখ নারী উদ্যোক্তাকে সহায়তা করবে বিসিক।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

 

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১ লাখ নারী উদ্যোক্তাকে সহায়তা করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক। এ বিষয়ে সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি) এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সংস্থাটি।

বিসিক বলেছে, এই চুক্তির আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসার উন্নয়ন, বিপণন ব্যবস্থাসহ সব ধরনের সেবা দেয়া হবে। নতুন উদ্যেক্তারা ঘরে বসেই অনলাইেন এ সেবা পাবেন।

বিসিক কর্মকর্তরা বলেছেন, স্থানীয় পর্যায়ে উন্নত সেবার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

প্রাথমিকভাবে গোপালগঞ্জ এবং নরসিংদী জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংশ্লিষ্ট বিশেষ করে নারী উদ্যোক্তাদের এই সেবা দেয়া হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে।