দেশব্যাপী কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। রোববার (২৫ জুলাই) সকালে রাজধানীর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, কলেজগেট, বিজয় সরণি, ফার্মগেট ও কাওরান বাজারে এমন চিত্র দেখা গেছে। এদিকে কঠোর বিধিনিষেধের আগের দুইদিনের তুলনায় আজ রাস্তায় ব্যক্তিগত যানবাহনের সঙ্গে রিকশা চলাচল বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় মানুষকে রিকশায় করে গন্তব্যে ছুটতে দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্টে বসিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মানুষকে বাহিরে বের হওয়া কারণ জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সঠিক কারণ মিললে ছেড়ে দেওয়া হচ্ছে। আর বিনাকারণে বের হলে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। এদিকে ঈদের ছুটি শেষে আজ রবিবার ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। রাজধানীর কলেজগেট এলাকায় চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর জহুরুল হক বলেন, গত দুইদিনের তুলনায় আজ যানবাহন ও মানুষের চলাচল বেশি। চিকিৎসা ও হাসপাতালে রোগী নিয়ে যেতে ও টিকা নেওয়ার জন্য অনেকে বের হয়েছেন। তবে যারা বিনাকারণে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ রোধে গত ১৩ জুন কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের কারণে ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।