ছয় শতাধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ

 

ঠাকুরগাঁওয়ে করোনায় ঘরবন্দি ছয় শতাধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলায় সমীর উদ্দিন কলেজ চত্বরে একটি বে-সরকারি সংগঠনের উদ্যোগে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় ইফতার ও সাহেরির খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, লবন, গুড়া দুধ, চিনি, ছোলা, মুড়ি, খেজুর, আলু, পেয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় ১৬টি খাদ্য পন্য ২১ কেজি করে প্রত্যেক অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, সমাজ সেবক মুহাম্মদ বেলাল উদ্দিন, রবিউল আওয়াল ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সেচ্ছাসেবক গণ উপস্থিত ছিলেন।