ঠাকুরগাঁওয়ে আর্থিক অনুদান প্রদান ও ত্রাণ বিতরণ

 

 

ঠাকুরগাঁওয়ে আর্থিক অনুদান প্রদান ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের উদ্যোগে পৃথক দুটি অনুষ্ঠানে মঙ্গলবার অনানুষ্ঠানিক ভাবে আর্থিক অনুদান প্রদান ও ত্রান বিতরণ করা হয়।

ঠাকুরগাঁওয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সদর উপজেলা পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত বাসুরাম দাসের ছেলেকে ও জামালপুর ইউনিয়নের প্যারালাইজড দেলোয়ারা বেগমক ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় ঠাকুরগাঁও সদর উপজেলার সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পৃথক একটি অনুষ্ঠানে আজ মঙ্গলবার ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লকডাউনে ক্ষতিগ্রস্থ মৌসুমী দিনমজুর ৩০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শুকনো খাবার (চাল,ডাল,মুড়ি,তেল,নুডুলস,লবন,চিনি) প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় ঠাকুরগাঁও সদর উপজেলার সমাজসেবা অফিসার শরিফুল ইসলামসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল হতে অসুস্থ মানুষের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা থেকে উপজেলা প্রশাসনের পক্ষে এ আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করা হয় । এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।