ঠাকুরগাঁওয়ে এক টাকায় ঈদ বাজার পেলেন দেড় শতাধিক পরিবার

 

ঠাকুরগাঁওয়ে এক টাকায় ঈদ বাজার পেলেন দেড় শতাধিক পরিবার। আজ মঙ্গলবার দুপুরে সেচ্ছাসেবী সংগঠন সংঙ্ঘবদ্ধ প্লাটফর্মের উদ্যোগে সদর উপজেলার ভুল্লী ডিগ্রী কলেজ মাঠে খাদ্য সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতারা। 

এক টাকার ঈদ বাজারে আতব চাল, তেল, ডাল, সেমাই, বুটসহ আটটি খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে। ঈদ উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি স্থানীয়রা।

এসময় সংগঠনের নেতারা বলেন করোনা পরিস্থিতি সকলের সহযোগীতায় ১৭০ জন পরিবারকে ঈদ সামগ্রী তুলে দিতে পেরে খুশি। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, চেম্বার অব কর্মাসের পরিচালক এসএম সাওন চৌধুরী, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো, ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী মুক্তি,সংগঠনটির সভাপতি রাকিব ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।