ঠাকুরগাঁওয়ে এবারও জেলার শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছেন রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের পয়গাম আলী। তিনি রাণীশংকৈল বিএম কলেজ ভোকেশনাল শাখার বিএসসি শিক্ষক। একই সাথে শ্রেষ্ঠ হয়েছেন পীরগঞ্জ উপজেলার জয়কুড় গ্রামের ফাইনাল রায়।
বুধবার (১৮ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা যায় ২০২০-২০২১ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নতজাতের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপননের উপর বিশ্লেষন এবং কৃষি ক্ষেত্রে ভালো অবদান রাখায় গতবারের মত এবারো যৌথ ভাবে দুইজন করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ৬ জন শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত করা হয়। গত ১৬ আগষ্ট জেলায় নির্বাচিত হওয়া শ্রেষ্ঠ কৃষকদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক শামিমা নাজনীন নাইমুল হুদা সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার সিরাজুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আনিসুর রহমানসহ অনেকে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত কৃষকরা হলেন রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের নজরুল ইসলাম ও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামের সফিকুল ইসলাম। তৃতীয় ধাপে নির্বাচিত কৃষকরা হলেন সদর উপজেলার সালন্দর ইউনিয়নের হোসেন মিয়া ও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্র।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন ডাল, তেল, মসলা বীজ উৎপাদন প্রকল্পের আওতায় ক্ষুদ্র এবং মধ্যম উদ্যোক্তা (এসএমই) হিসেবে ৬ জন কৃষককে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে তাদের নির্বাচিত করা হয়.
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।